Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ও শিশু সহায়তা তহবিল কার্যক্রম
বিস্তারিত

উক্ত কর্মসূচী টিবর্তমান সরকার প্রথম চালু করেন। দুঃস্থ ও অসহায় গর্ভবতীমা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যার জন্য ৩ বছর         মেয়াদের সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা। স্বাস্থ্য সচেতনতা এবং আয়বর্ধক কার্যক্রমের জন্য উপকার       ভোগীকে প্রশিক্ষণ প্রদান করা।

  • প্রতিমাসেভা তার পরিমান  মাথপিছু ৮০০/- টাকা।
  • ৩৬ মাস ব্যাপী সুবিধা প্রদান করা হয়।
  • পৌর সভায়/মহিলা বিষয়ক অফিসে আবেদন করতে হয়।
  • দরিদ্র তারবিচারে ভাতা প্রদান করা হয়।
  • ১ম অথবা ২য় গর্ভধারণ।
  • উপকার ভোগী কে স্বাস্থ্য পরিচর্যা ও আয়বর্ধক সচেতনতা মূলককা র্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসডিপি’র ৩য়, ৬ষ্ঠ এবং ১০ গোলবাস্তাবায়নের সাথে সম্পৃক্ত।